বৃষ্টি যখন পড়ে,
আমার মনের ক্যানভাসে,
অতীতের স্মৃতি যত,
সব বইয়ের পৃষ্ঠার মত সামনে আসে!
বৃষ্টির মতন কাঁদে মন তখন,
অঝোর ধারায় জল গড়ায়,
মনের গহীনে সাগর তৈরি হয়,
কষ্টেরা সব জমে বৃষ্টির পানির মতন!
কখনো সবকিছু ভুলে যেতে চাই,
কেন যেন আবার ইচ্ছে হয়, থাক না কিছু স্মৃতি!