আঁধারে আলোর রেখা,
যায় না আর দেখা,
আঁধারে আমার বসবাস,
করি মনে আঁধারের চাষ!
প্রেম গিয়েছে মরে যেদিন,
আঁধার জড়িয়েছে আমারে সেদিন,
গেছো চলে আমাকে ফেলে,
রঙিন সকল স্বপ্ন ভুলে!
আঁধারে আলোর রেখা,
যায় না আর দেখা,
আঁধারে আমার বসবাস,
করি মনে আঁধারের চাষ!
লাগে না ভালো আর,
আঁধারে ভরা জীবন আমার,
প্রেমহীন মনে কষ্টের বাস,
দুঃখের মালা গাঁথি বারোমাস!
আঁধারে আলোর রেখা,
যায় না আর দেখা,
আঁধারে আমার বসবাস,
করি মনে আঁধারের চাষ!