আবেগি মন, শোনে না বারণ,
যায় ছুটে তোমারই পানে,
করে স্মরণ, কারণ অকারণ,
নামটি তোমার ক্ষণে ক্ষণে!
লাগে বড় একা,
তুমি বিনা এই নিরালায়,
পাবো কবে দেখা,
দাও না বলে এই আমায়?
আবেগি মন, শোনে না বারণ,
যায় ছুটে তোমারই পানে,
করে স্মরণ, কারণ অকারণ,
নামটি তোমার ক্ষণে ক্ষণে!
ভুল করে ভুল করি,
যাও রেগে তুমি,
হাত ধরে বলি ‘সরি’,
শুধু তোমার এই আমি!
আবেগি মন, শোনে না বারণ,
যায় ছুটে তোমারই পানে,
করে স্মরণ, কারণ অকারণ,
নামটি তোমার ক্ষণে ক্ষণে!