কেবল ভালোবাসতে জানি

কেউ জানে না,


কারো বিন্দুমাত্র ধারণাই নেই!


তোমার আমার প্রেম সম্পর্কে,


ভবিষ্যতেও কেউ জানবে না, কথা দিলাম!


 

কেন এতো ভয় তোমার?


কেন এতো সন্দেহ, অবিশ্বাস?


একবার ভরসা রেখেই দেখো না!


দেখো না আমি কথা রাখি কি না!


 

আমি প্রতারক নই, নই ধূর্ত ইয়াগোর মত,

 

কেবল ভালোবাসতে জানি, পাগলের মতন!