মনের মাঝে নামটি তোমার,
আছে গাঁথা লাখো কোটিবার!
আসলে আসুক ঝড় যত,
পারবে না হারাতে এই আমারে!
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয় জুড়ে।
আমি তীরহারা নৌকার মতন,
থাকো না তুমি যখন,
তোমার প্রেমে পাগল কত!
কেমনে বোঝাই আমি তোমারে?
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয় জুড়ে।
পাখির মতন উড়ে মন!
থাকো তুমি পাশে যখন!
রঙধনু হয়ে ভেসে বেড়াই,
আকাশের ঐ বুক চিড়ে!
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয় জুড়ে।