তোর চোখের আঘাত

কথা যদিও বেশ কম বলিস,


চোখ দিয়ে আঘাত করিস ঢের!


তোর নয়নের ভাষা বোঝার সাধ্য,


কারো না থাকলেও আমার আছে!


 

কখন তোর অভিমান হয়,


কখন তোর মনে সাগরের ঢেউয়ের মত,


আনন্দ আছড়ে পড়ে,


আমি সব বুঝি, সব!


 

তোর চোখ যে আয়নার মতন,

 

তাতে তোর মন চাঁদের মতন ভাসে!

View kingofwords's Full Portfolio