প্রেম নির্বাসনে

নির্বাসনে গিয়েছে প্রেম,


বহু আগে ঠিক ঐ রোমিওর মতন,


নির্বাসিত প্রেম আবার আমার আত্মায়,


চাই না ধারন করতে!


 

যে প্রেম শুধু কাঁদায় আমায়,


যে প্রেম শুধু কষ্ট দেয়,


চাই না আমি সেই প্রেম আর,


চাই না আমি আর দুঃখের সাগরে ভাসতে!


 

প্রেমের স্বাদ পেয়েছি বহুবার,

 

এবার মনে হয় সাধুর মত একলা থাকার পালা!