রাতের গভীরে

রাতের গভীরে রহস্যরা হাঁটে,


থলথলে দেহপসারিনীদের মতন,


রাত যত গভীর হয়,


রহস্যেরাও জীবাণুর মত বাড়ে!


 

আমি পূর্ণিমায় হাঁটি,


হাঁটি আলকাতরার মত,


অমাবস্যা রাতেও,


আমি রাতের ভাষা শুনতে চাই!


 

মাঝে মাঝে অনিন্দ্য জোনাকিরা সঙ্গ দেয়,

 

আমি হাঁটি পথ, একা, কোনও সাধুর মতন!

View kingofwords's Full Portfolio