এতোটা বোঝানোর পর,
এতোটা কষ্ট পাবার পর,
নীরব কেন তুমি?
জানতে চাই আমি!
ভুলতো মানুষেরই হয়,
ভুল আমি করেছি নিশ্চয়,
শত সহস্রবার সরি বলার পর,
পাই না প্রবেশ পথ তোমার মনের ভিতর!
এতোটা বোঝানোর পর,
এতোটা কষ্ট পাবার পর,
নীরব কেন তুমি?
জানতে চাই আমি!
এতোটা অভিমানী কেন হলে?
এতোটা কষ্ট কেন দিলে?
অনুতাপের অনলে জ্বলছি আমি,
বুঝতে কি পারো না তুমি?
এতোটা বোঝানোর পর,
এতোটা কষ্ট পাবার পর,
নীরব কেন তুমি?
জানতে চাই আমি!