শুরুর আগেই বাজলো শেষের বাজন,
হয়তো ছিল কিছু কারণ অকারণ,
ছিল ভুল তোমার, ছিল আমার,
জানি না হবে কিনা মিলন আবার?
হয়তো ভাঙবে তোমার অভিমান যত,
হয়তো বা আসবে আবার ফিরে,
নীড়ে ফেরা পাখির মত,
ঐ নীল দিগন্ত থেকে উড়ে!
শুরুর আগেই বাজলো শেষের বাজন,
হয়তো ছিল কিছু কারণ অকারণ,
ছিল ভুল তোমার, ছিল আমার,
জানি না হবে কিনা মিলন আবার?
লাগে না ভালো একলা এই নিরালায়,
মনের আকাশে বৃষ্টির আসা যাওয়া,
মানে না মন মানে না হায়!
এতো কষ্ট আর হয় না সওয়া!
শুরুর আগেই বাজলো শেষের বাজন,
হয়তো ছিল কিছু কারণ অকারণ,
ছিল ভুল তোমার, ছিল আমার,
জানি না হবে কিনা মিলন আবার?