প্রভাতের আলো ফুটে,
ভাসে প্রভাতের সুর,
আজ মন ঘুড়ি হয়ে ছুটে,
দূর থেকে বহু দূর!
মন যায় ভেসে,
মেঘ থেকে মেঘে,
হাসে প্রাণ নতুন আবেশে,
হৃদয়ে দোলা লাগে!
প্রভাতের আলো ফুটে,
ভাসে প্রভাতের সুর,
আজ মন ঘুড়ি হয়ে ছুটে,
দূর থেকে বহু দূর!
এমন প্রভাতে আজ,
বাসবো তোমায় ভালো,
ফেলে সকল কাজ,
বলো না কিছু বলো!
প্রভাতের আলো ফুটে,
ভাসে প্রভাতের সুর,
আজ মন ঘুড়ি হয়ে ছুটে,
দূর থেকে বহু দূর!