ক্ষমতার লোভে আজ মগ্ন ওরা,
গরীবের কষ্ট চোখে পড়ে না ধরা!
ধনী আরও ধনী হয়,
গরীব দারিদ্র্যের গর্তে পড়ে রয়!
মানবতা আজ গুমরে কাঁদে!
পড়ছে লোকে পুঁজিবাদের ফাঁদে,
দেশের টাকা বিদেশে পাচার হয়,
অন্যায় দেখেও কেউ প্রতিবাদী নয়!
ক্ষমতার লোভে আজ মগ্ন ওরা,
গরীবের কষ্ট চোখে পড়ে না ধরা!
ধনী আরও ধনী হয়,
গরীব দারিদ্র্যের গর্তে পড়ে রয়!
এ কেমন সমাজের অংশ মোরা?
দেশটাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে যারা,
হবে না কি তাদের বিচার?
আর কতো সইতে হবে অন্যায় অত্যাচার?
ক্ষমতার লোভে আজ মগ্ন ওরা,
গরীবের কষ্ট চোখে পড়ে না ধরা!
ধনী আরও ধনী হয়,
গরীব দারিদ্র্যের গর্তে পড়ে রয়!