সত্যের সন্ধানে ছুটে চলেছি,
ফিরবো খুঁজেই পণ করেছি,
সত্যের দেখা পেতেই হবে,
না পেলে বুঝবো ‘সত্য’ সত্য নয় তবে!
বহু জ্ঞানী ও গুণীজন,
সত্যের সন্ধানে দিয়েছেন জীবন,
কেউ পেয়েছেন তারে, কেউ আবার নয়,
সত্য ঠিকই সূর্যের মতই উজ্জ্বল রয়!
সত্যের সন্ধানে ছুটে চলেছি,
ফিরবো খুঁজেই পণ করেছি,
সত্যের দেখা পেতেই হবে,
না পেলে বুঝবো ‘সত্য’ সত্য নয় তবে!
মন থেকে খুঁজলে সবই মেলে,
এ কথাটি জানি আমি জানে সকলে,
তবুও কজন আর সন্ধানে যায়!
মন থেকে যে চায়, সে ঠিকই তারে পায়!
সত্যের সন্ধানে ছুটে চলেছি,
ফিরবো খুঁজেই পণ করেছি,
সত্যের দেখা পেতেই হবে,
না পেলে বুঝবো ‘সত্য’ সত্য নয় তবে!