কতোটা দুঃখে তুমি হয়েছো পাথর,
কতোটা কষ্টে কাটছে তোমার প্রহর,
বুঝি আমি বুঝি তা,
বলছে সবই তোমার নীরবতা।
স্বাধীন কোনও পাখি হয়ে,
যাবো উড়ে তোমায় নিয়ে,
আকাশ ছেড়ে অন্য আকাশে,
পরম আদরে ভালোবেসে!
কতোটা দুঃখে তুমি হয়েছো পাথর,
কতোটা কষ্টে কাটছে তোমার প্রহর,
বুঝি আমি বুঝি তা,
বলছে সবই তোমার নীরবতা।
রইবে না কষ্ট আর,
আসবে না মনে কষ্ট আবার,
অন্তহীন ভালোবাসা দিয়ে,
সব কষ্ট তোমার দেবো ভুলিয়ে!
কতোটা দুঃখে তুমি হয়েছো পাথর,
কতোটা কষ্টে কাটছে তোমার প্রহর,
বুঝি আমি বুঝি তা,
বলছে সবই তোমার নীরবতা।