বিশাল, স্নিগ্ধ আকাশ

বিশাল, স্নিগ্ধ আকাশ পানে,


অবাক, মুগ্ধ নয়নে চেয়ে থাকি,


নিজেকে তখন কতোই না ক্ষুদ্র মনে হয়,


এই বিশালতার মাঝে আমি ক্ষুদ্র এক বিন্দু মাত্র!

 

 

কিন্তু কখনও কখনও আবার সেই আকাশটাকেও ক্ষুদ্র লাগে,

 

যখন আমি সৌরজগতের মত বিশাল করি অনুভব,


কোনও অনন্য কিছু সৃষ্টির পরে,


মনে হয় আমিই সৌরজগত!


 

সেই অসাধারণ অনুভূতির কাছে তুচ্ছ অন্য সব,

 

সেই অনুভূতিই দেয় তাগিদ সামনে এগিয়ে যাবার!

View kingofwords's Full Portfolio