ভিক্ষার থালা হাতে ঠায় দাঁড়িয়ে,
ল্যাম্পপোস্টের কাছে,
ল্যাম্পপোস্টেরই মতন!
কয়েকটা টাকার আশায়।
ছোট্ট শিশু সূর্যের শাসানোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে,
দাঁড়িয়ে সেই একই ভঙ্গীতে,
তীব্র দাবদাহে শিশুর কোমল মুখ হয় লাল,
ঠিক যেন পাকা মরিচের মতন!
ফুলের মতন নিস্পাপ শিশুটি ভাবে আকাশ পানে তাকিয়ে,
হে আল্লাহ্! যদি ক্ষুধা না থাকতো তবে কতো ভালো হতো!