তোমার অহেতুক রেগে যাওয়া!
কখনও হাসায় আমায়,
কখনও কাঁদায়,
কেন যে আমায় বুঝেও বোঝো না?
ক্রোধের বশবর্তী হয়ে,
নিজেকে কষ্ট দাও!
এতটুকু বুদ্ধি তোমার আছে নিশ্চয়ই,
যে তোমার কষ্ট আমার হৃদয়ে ঝরে বিষ হয়ে!
মাঝে মাঝে বোকার মতন দাঁড়িয়ে থাকি,
তোমার ক্রোধ প্রশমিত করার সাধ্য যে নেই কারো!