গরীব দুঃখীর মুখে হাসি ফুটে না,
ফুলের মত করে,
অনাহারে কংকালসার দেহে,
নীরব ঘাতক চড়ুই পাখির মত বাধে বাসা!
জীবনের তাগিদে পথে নামে,
হাত পেতে দুয়েক মুঠো চালের জন্য,
কয়েকটি টাকার জন্য,
খাবার খেলে বাঁচবে জীবন!
কষ্টে শুরু জীবন তাদের,
কষ্টে কষ্টেই মৃত্যুকে করে বরণ!