আমার অনুরোধ

আমি সূর্যের কাছে করি অনুরোধ,


হে সূর্য, আমায় একটু আলো ধার দাও,


সূর্য উত্তরে বলে,


অসম্ভব! এ আলো যে সবার!


 

আমি ব্যথিত হৃদয়ে চাঁদের কাছে জানাই অনুরোধ,


হে চাঁদ, আমায় কি একটু আলো ধার দেবে?


চাঁদ অপারগতা প্রকাশ করে বলে,

 

আমার নিজেরইতো কোনও আলো নেই! ধার দেবো কি?


 

হতাশার কালো উত্তরীয় গায়ে বলি, পাহাড়, খানিক গৌরব দাও,

 

যায় কি গৌরব দেয়া মূর্খ কোথাকার? অর্জন করো!

View kingofwords's Full Portfolio