আমার নিঃশ্বাস তুমি,
আমার বিশ্বাস তুমি,
তুমি নেই মানে আমি নেই,
এক আত্মা করে বাস দুটি শরীরেই!
ধরেছি যখন হাতটি তোমার ভালোবেসে,
রাখবো ধরে সব সময় আসুক যত বাধা আসে,
পৃথিবীর সবাই যদি তোমায় করে ঘৃণা,
আমায় পাবে তোমার পাশে, রেখো মনে হে ললনা!
আমার নিঃশ্বাস তুমি,
আমার বিশ্বাস তুমি,
তুমি নেই মানে আমি নেই,
এক আত্মা করে বাস দুটি শরীরেই!
আমার জীবনে তুমি এলে,
শত ভোরের আবেশ ছড়ালে,
রংধনুর মতন সাজালে জীবন,
তুমি শুধু তুমি আমার একান্ত আপন!
আমার নিঃশ্বাস তুমি,
আমার বিশ্বাস তুমি,
তুমি নেই মানে আমি নেই,
এক আত্মা করে বাস দুটি শরীরেই!