এভাবে কেন গেলে?

এভাবে কেন গেলে?


এমনতো কথা ছিল না!


হাতে রেখে হাত করেছিলে পণ,


মৃত্যু এলেও ছাড়বে না হাত কভু!

 

 

তবে কেন ছলনাময়ী নারীর মতন,


আমায় একা ফেলে?


গেলে সুদূরে নদী যায় কূল থেকে যেমন সরে,


নিঃস্বার্থভাবে ভালোবাসার এই কি প্রতিদান?


 

ঘৃণা করতে চাইলেও পারবো না কভু,

 

আমি যে অন্য সবার মতো নই, একটু আলাদা!

View kingofwords's Full Portfolio