যত দেখি তোমায় তত লাগে ভালো!
তুমি যে আমার আশার আলো,
তুমি ছাড়া আমি রই না আমাতে আর,
আকাশে তাকিয়ে বলবো আজ- তুমি আমার!
অঝোর ধারায় বৃষ্টির মাঝখানে,
তোমাকে করি অনুভব আমি,
বসন্তের সুবাতাস দেয় দোলা যখন,
তোমার সুবাস পেয়ে ক্ষণে ক্ষণে থামি!
যত দেখি তোমায় তত লাগে ভালো!
তুমি যে আমার আশার আলো,
তুমি ছাড়া আমি রই না আমাতে আর,
আকাশে তাকিয়ে বলবো আজ- তুমি আমার!
আমি আকাশ দেবো উপহার তোমায়,
সাগরকে বলবো দিতে শীতল ছোঁয়া,
ফুলকে করবো অনুরোধ জেনো,
দেয় তোমায় যেন সৌন্দর্য আর মায়া!
যত দেখি তোমায় তত লাগে ভালো!
তুমি যে আমার আশার আলো,
তুমি ছাড়া আমি রই না আমাতে আর,
আকাশে তাকিয়ে বলবো আজ- তুমি আমার!