রোমিওর মত

রোমিওর মত আমিও,


হয়েছিলাম বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ,


করেছিলাম পণ ছাড়বো না তোমার হাতটি কভু,


কিন্তু হায়! গেলো সবই বালির প্রাসাদের মত ভেঙে!


 

আমি রোমিওর মতন নির্বাসিত হইনি ঠিকই,


তোমার হৃদয়ের রাজ্য হতে নির্বাসিত হলাম,


এ কথা নিঃসন্দেহে বলাই যায়,


অধিকার ছেড়ে দিয়ে আর অধিকার ফিরে পেতে চাইনি পরে!


 

হয়তো তোমার আমার এ আলাদা হওয়ার মাঝেই কল্যাণ ছিল,

 

হয়তো তোমার আমার ভালোবাসায় ছিল সীমাহীন অসম্পূর্ণতা!

View kingofwords's Full Portfolio