সাদা রোদে ভাসছে সবই!
ভাসছি আমি নিজে,
ভাসছে এ পৃথিবী যেমন,
এই বিশাল সৌরজগতে!
ভাসতে ভাসতে তীর পাওয়া নৌকার মত,
আমিও একদা পাবো তীরের দেখা হয়তোবা!
সময়ের স্রোতে চলেছি ভেসে ধীরে ধীরে,
মহাকালের সাথে আষ্টেপৃষ্ঠে জড়াতে!
মহাকালের সূচনা লগ্নের সাক্ষী সবে,
মহাকালের উপসংহার দেখার অপেক্ষায় রত!