চলেছি ভেসে,
আকাশে উড়ন্ত ঘুঘুর দেহ থেকে,
ঝরে পড়া পালকের মতন,
দিন যায় রাত আসে, সেই আগের মতই!
মাঝে মাঝে সবই একই লাগে,
ফ্রেমে বন্দী পেইন্টিং এর মতন!
মাঝে মাঝে মনে হয় পরিবর্তিত সবই,
পারমাণবিক বোমার আঘাতের পরবর্তী ক্ষণের মত!
মহাসাগরের মাঝখান দিয়ে বয়ে চলা নৌকার মত,
চলেছি ভেসে অবিরত ‘জীবন’ নামক সৌরজগতে!