তোমার মনের সাথে আমার মনের বন্ধনে,
ছিল কার্যকর যা সেতু হয়ে সদা,
সেই সেতুও পারেনি শেষ রক্ষা করতে!
অনিবার্য পরিণতির মুখোমুখি হতেই হলো তোমাকে আমাকে!
হয়তো উপসংহার আরেকটু অন্যরকম হতে পারতো,
যদি তুমি কিংবা আমি আসতাম এগিয়ে,
যার যার মান-অভিমান ভুলে,
নতুন মোড়কে নিজেদেরকে বন্দী করতে!
যা হবার তা তো হয়েই গেলো!
ভাগ্যে এটুকু কষ্ট বরাদ্দ ছিল পেলাম তা, দুজনেই!