শত তারার ভিড়ে

শত তারার ভিড়ে,


একটি তারা তুমি,


অনন্য, অসাধারণ,


যেন মিশরীয় কারুকার্যময়!


 

চোখের পলক ফেলাই ভার,


যদি একবার নয়ন পড়ে,


ঐ ভাস্কর্যের মত তনুতে তোমার!


আমি বৃক্ষের মত ঠায় দাঁড়িয়ে রই!


 

এ জীবনে আমার মূল্যবান আছে যা,

 

সে তুমি, শুধু তুমি, নয় অন্য কিছুই!

View kingofwords's Full Portfolio