যেতে চাই সবার আগে,
সবাইকে ছাড়িয়ে দূরে বহু দূরে!
চাই ছুঁতে সফলতা আমি,
ডাকছে আমায় ঐ আগামী!
সফলতার পাহাড়টাকে করবো চুম্বন!
সময়ের হাত ধরে তাই ছুটে চলি সর্বক্ষণ,
কোনও বাধা মানি না, মানবো না,
জীবনের সংগ্রামে হারিনি, হারবো না!
যেতে চাই সবার আগে,
সবাইকে ছাড়িয়ে দূরে বহু দূরে!
চাই ছুঁতে সফলতা আমি,
ডাকছে আমায় ঐ আগামী!
কষ্টের পরে আসে সুখ,
হাসে হাসিভরা মুখ,
এই জীবনে জয়ী হতে হলে,
যেতে হবে এগিয়ে কষ্টকে পেছনে ফেলে,
যেতে চাই সবার আগে,
সবাইকে ছাড়িয়ে দূরে বহু দূরে!
চাই ছুঁতে সফলতা আমি,
ডাকছে আমায় ঐ আগামী!