সত্যের আকর্ষণে

সত্যের আকর্ষণে যাই ছুটে চুম্বকের মত,


কোথাও সত্যের দেখা পাই, কোথাও পাই না,


স্বার্থবাদীরা নিজের স্বার্থে করে সত্যরে ব্যবহার,


সদা সত্য কথা বলিবে শিখায়, সত্য বললেই টুঁটি চাপে!


 

মুখে এক মনে আরেক প্রায় সকলের মাঝেই,


নিঃস্বার্থ মানুষ আর নিস্পাপ মনের দেখা পাওয়া,


হাতে চাঁদ পাওয়ার সমান বলা চলে,


ধান্দাবাজী আর ধাপ্পাবাজী ধুমছে চলে সবখানে।


 

ক্ষণস্থায়ী এ মানব জীবনে কিসের এতো লোভ?

 

কি নিয়ে যাবে তুমি চিরবিদায়ের কালে?

View kingofwords's Full Portfolio