তোমার সঙ্গে সেই আহ্লাদি করা,
সেই একনাগাড়ে অনেকক্ষণ চুমু খাওয়া!
সেই বৃষ্টিতে একসাথে মাইলের পর মাইল হেঁটে চলা,
সবই মিস করি, ভীষণ!
তোমার না থাকা মাঝে মাঝে কাঁদায় আমায়,
মনে হয় আবার যদি সব সেই আগের মতন হতো!
কত না ভালো হতো যদি পেতাম সেই আনন্দ ক্ষণগুলো ফিরে!
বিষণ্ণ মনে ভাবি একা কোনও ভাবুক কবির মতন!
চাইলেই কি আর যায় ফিরে পাওয়া অতীতের সবকিছু?
জীবন নায়ক সংসারে সবই মায়া আর মমতার খেলা!