শাইলক

নিষ্ঠুর শাইলক!


তুমি দয়া দেখাওনি,


তাই পাওনি দয়া,


যেমন কর্ম তোমার, তেমন ফল পেলে!


 

কেউ হয়তো সহানুভূতিশীল তোমার প্রতি,


আসলে নিষ্ঠুরতার শুরুটা করলে তুমিই,


তাইতো তোমার শাস্তি মাত্রাধিক হয়েও কম লাগে!


কেননা এন্টোনিওকে হত্যা করার সাধ নিতান্তই ঘৃণিত!


 

শাইলক! জানি না শাস্তি তোমায় মানবিক করলো কিনা!

 

বিধাতা এন্টোনিওর মত নিস্পাপের পক্ষে, এ কথা নির্দ্বিধায় বলা যায়!

View kingofwords's Full Portfolio