আমার কল্পনায় যে বৃক্ষ শোভা পায়,
স্বর্গের মতই চিরন্তন সে তরু,
কভু না করে জড়া আঘাত তারে,
নেই সমাপ্তি তার, আছে কেবলই শুরু!
কল্পতরু করে বাস আমার কল্পনায়,
প্রেমিকের মনোজগতে প্রেমিকার সুখ স্মৃতির মত,
কল্পতরুর বিকাশ নেই ঠিকই,
আছে তার অন্তহীন অস্তিত্ব!
আমি স্বপ্নের মতন কল্পতরুকে আঁকড়ে ধরি,
আমি তার ছায়াহীন ছায়ার নিচে ঘুমিয়ে পড়ি!