তরুর টানে, তরুর মায়ায়,
কত না কবি প্রেমিকের মতন যায় ছুটে,
সুশীতল ছায়ায় একটু দেহ জুড়াবে বলে,
ক্ষণিকের তরে স্বর্গীয় সুখ লাভের আশায়!
তরু মূর্তির মত একই স্থানে,
ঠায় দাঁড়িয়ে রয়,
তরু কয় না কথা একটুও,
শুধু নীরবে নিভৃতে কাজ করে যায়!
তরুর পানে রই তাকিয়ে অপলকে,
তরুর ডাকে দেই সাড়া প্রতিদিন, প্রতিক্ষণ!