যখন আমি যাই ছুটে,
অরণ্যের টানে, অরণ্যের বুকে,
স্বর্গের দেখা পাই আমি,
ভরে প্রাণ অনাবিল সুখে!
গাছের সবুজ পাতার ভাঁজে,
আছে সুন্দর কি যে,
পারবো না বোঝাতে আমি,
তাইতো বারেবারে অরণ্যে থামি!
যখন আমি যাই ছুটে,
অরণ্যের টানে, অরণ্যের বুকে,
স্বর্গের দেখা পাই আমি,
ভরে প্রাণ অনাবিল সুখে!
গাছের শাঁখে যখন পাখি ডাকে,
উঠে সুখের দোলা আমার বুকে,
প্রকৃতির সবুজ রঙ মায়ায় ভরা,
প্রকৃতি মা আমার, প্রকৃতিই সেরা!
যখন আমি যাই ছুটে,
অরণ্যের টানে, অরণ্যের বুকে,
স্বর্গের দেখা পাই আমি,
ভরে প্রাণ অনাবিল সুখে!