রঙিলা পাল তুলে,
আছে মন ঠায় বসে,
সৌরজগতের রহস্য ভেদের চেষ্টায় রত,
কোনও প্রবীণ দার্শনিকের মতন!
রঙিলা মন কর্দমাক্ত হয় কভু,
যখন দোষ না করেও দোষী হতে হয়,
যখন অন্যায় অবিচার দেখেও প্রতিবাদ করা যায় না,
যখন প্রতিবাদ করলে নিজেকেই অসীম কষ্ট সহ্য করতে হয়।
তবুও কেন জানি ছাড়ে না হাল জেদি মন আমার,
কষ্ট পেয়ে যায় মনের শক্তি বেড়ে বহুগুণ!