বৈশাখ তুমি এসো!

বৈশাখ তুমি এসো,


রঙের মাধুরী মেশাও,


ঠিক আকাশের রঙধনুর মত,


বৈশাখ তুমি ছড়াও সূর্যের মত আলো!


 

বৈশাখ তুমি ধনী গরীবের ভেদ ঘুচাও,


দাও সৌন্দর্য আর মানবতার বীজ ছড়িয়ে,


অনাবিল আনন্দে রাখো মাতিয়ে মন প্রাণ,


স্বর্গ হতে একমুঠো উল্লাস এনে বিলিয়ে দাও!


 

বৈশাখ, যতবার তুমি আসো,

 

আনন্দে নাচে মন পাতার মতন!

View kingofwords's Full Portfolio