বৈশাখী রং

একটি অভাগা মেয়ে,


করলো আবদার পিতার কাছে,


লাল টুকটুকে শাড়ি চাই তার,


পহেলা বৈশাখে পরবে বলে।

 

 

রিক্সাওয়ালা হতদরিদ্র পিতা,


দিন আনে দিন খায়,


শত ইচ্ছা থাকা সত্ত্বেও,


পারে না মেটাতে ছোট্ট মেয়ের সাধ।


 

বৈশাখ আসে বৈশাখ যায়,

 

দরিদ্র পিতার নয়নজুড়ে কান্না আর হাহাকার!

View kingofwords's Full Portfolio