যতবার বৈশাখ আসে,
ভাসে মন নীল আকাশে,
সুখের পরশ পাই,
আনন্দের ভেলায় ভেসে যাই!
হয় মঙ্গল শোভাযাত্রা,
রং বেরঙের পোশাক পরে,
নামে সবে পথের টানে,
আহা সবে কি আনন্দ করে!
যতবার বৈশাখ আসে,
ভাসে মন নীল আকাশে,
সুখের পরশ পাই,
আনন্দের ভেলায় ভেসে যাই!
বৈশাখ মানে প্রাণের মেলা,
বৈশাখ মানে খুশি,
শেষ হলেও রয়ে যায় রেশ,
স্মৃতি রাশি রাশি!
যতবার বৈশাখ আসে,
ভাসে মন নীল আকাশে,
সুখের পরশ পাই,
আনন্দের ভেলায় ভেসে যাই!