বাজে রে ঢোল বাজে রে,
এলো রে বৈশাখ এলো রে, হেই!
বাজে রে ঢোল বাজে রে,
এলো রে বৈশাখ এলো রে!
সেজেছে নর, সেজেছে নারী,
লাগছে ঝাক্কাস, সুন্দর ভারি!
বাজে রে ঢোল বাজে রে,
এলো রে বৈশাখ এলো রে!
আরও একটি বছর ঘুরে,
এলো বৈশাখ মনের ঘরে,
পান্তা ইলিশ জিবে জল আনে হায়!
জমবে আজ গান পার্কে ও বটতলায়!
বাজে রে ঢোল বাজে রে,
এলো রে বৈশাখ এলো রে!
প্রাণে লাগে দোলা বেশ,
আনন্দের আজ নেইকো শেষ!
বৈশাখ তোমায় স্বাগত জানাই!
তুমি এলে তাই মনের সুখে গান গাই!
বাজে রে ঢোল বাজে রে,
এলো রে বৈশাখ এলো রে!
বাজে রে ঢোল বাজে রে,
এলো রে বৈশাখ এলো রে, হেই!
বাজে রে ঢোল বাজে রে,
এলো রে বৈশাখ এলো রে!
সেজেছে নর, সেজেছে নারী,
লাগছে ঝাক্কাস, সুন্দর ভারি!
বাজে রে ঢোল বাজে রে,
এলো রে বৈশাখ এলো রে!