যে বলুক যাই,
তোমাকে আমার চাই!
পারবো না বাঁচতে একটি দিন,
ওগো প্রিয়া, তুমি বিহীন!
তুমি মোর জীবনের সাধনা,
আমার স্বপ্নের রানি,
দুজন মিলে লিখবো চলো,
তোমার আমার প্রেমকাহিনী!
যে বলুক যাই,
তোমাকে আমার চাই!
পারবো না বাঁচতে একটি দিন,
ওগো প্রিয়া, তুমি বিহীন!
কথা দাও সাথী হবে,
কথা দাও ধরবে হাত,
ভয় পেয়ো না থাকবো আমি,
আসে যতই কালো রাত!
যে বলুক যাই,
তোমাকে আমার চাই!
পারবো না বাঁচতে একটি দিন,
ওগো প্রিয়া, তুমি বিহীন!