বাউলের মনমাতানো গান শুনে,
মাতোয়ারা আমি,
মাতোয়ারা প্রকৃতি,
মাতোয়ারা আকাশ বাতাস।
একতারা বাজিয়ে বাউল হেঁটে যায়,
গায় সে মানবতার গান,
শ্রেণি বৈষম্য ঘোচাতে বলে গানের কথা,
ভ্রাতৃত্ববোধ করে জাগ্রত সদা।
বাউলের গানের সাথে কোকিল মেলায় স্বর,
আমি মন্ত্রমুগ্ধের মতন যাই তা শুনে!