রাখাল

রাখাল ছেলে ছুটে বেড়ায়,


ক্ষেত থেকে ক্ষেতে,


দুষ্টু বাছুর পাগলা ঘোড়ার মত,


বাতাসের সঙ্গে পাল্লা দেয়!


 

রাখাল ছেলে হাঁপিয়ে গিয়ে,


বসে বটবৃক্ষের তলে,


দূরে কোথাও বসেছে মেলা,


পিচ্চি বাচ্চারা যাচ্ছে সেথায় বাবার হাত ধরে!


 

মৃদুমন্দ বায়ু রাখাল ছেলেকে দেয় ছুঁয়ে,

 

চোখের পাতা ভারি হয়ে আসে তার!

View kingofwords's Full Portfolio