জীবনের কাছে চাই না কিছু আর,
আছে নিঃশ্বাস যতদিন,
বাঁচতে চাই কাজ করে,
চাই না থাকতে পরাধীন!
হয়তো আমি থাকবো না,
থাকবে বেঁচে সৃষ্টি আমার,
বাঁচতে চাই সবার মনে,
মানুষের মনে বেঁচে থাকার আনন্দ অপার!
জীবনের কাছে চাই না কিছু আর,
আছে নিঃশ্বাস যতদিন,
বাঁচতে চাই কাজ করে,
চাই না থাকতে পরাধীন!
জীবনে দুঃখ দেখেছি, দেখেছি আনন্দ,
মানুষের জন্যে ভেবেছি সদা,
করেছি কাজ মানুষের জন্যে,
জানে আমার মন আর ঐ খোদা!
জীবনের কাছে চাই না কিছু আর,
আছে নিঃশ্বাস যতদিন,
বাঁচতে চাই কাজ করে,
চাই না থাকতে পরাধীন!