ইট ভাটার দীর্ঘ খাম্বা দেখলে,
মনে হয় যেন দিল্লির কুতুব মিনার!
ইট ভাটায় জ্বলে আগুন অগ্নিগিরির মতন,
নয় ধ্বংসের জন্য, সৃষ্টি সুখের উল্লাসে!
নতুন ইটের জন্ম হয়,
আশেপাশের সবুজ গাছ-গাছালি,
শেষ নিঃশ্বাস করে ত্যাগ,
বিষাক্ত ধোঁয়ায় বাঁচা যে বড় দায়!
ইট পুড়ছে তো পুড়ছেই,
নরকে পুড়তে থাকা পাপীদের মতন!