চিরসবুজ গ্রাম আমার,
চিরযৌবনা,
সাপের মতন বয়ে চলা নদীর স্পর্শে,
সদ্য ফোঁটা ফুলের মতন সতেজ সদা!
কোকিল ডাকে, ডাকে দোয়েল, ঘুঘু,
গাঁয়ের কৃষক কাস্তে আর কোদাল হাতে,
যায় এগিয়ে ক্ষেতের টানে,
সোনালি মাটিতে ফলাতে সোনালি ফসল।
মহিষের পাল রাজার হালে ডুবে আছে ডোবায়,
জোঁকের দল মহিষের রক্ত খেয়ে ফুলে হয় ঢোল!