পথশিশু কাঁদে গাছের তলায় বসে,
কেউ দেয় না খাবার তারে একটু ভালোবেসে,
পথশিশুর কান্না শুনে গাছের মায়া হয়,
গাছ থেকে একটি ফল শিশুর কাছে পড়ে রয়!
শিশুটি ফল কুঁড়িয়ে মনের সাধে খায়,
পরম সুখে গাছের ছায়ায় সে ঘুমিয়ে যায়,
ঘুমের রাজ্যে স্বপ্ন দেখে স্বর্গে গেছে সে!
স্বর্গে পায় যা ইচ্ছে তাই একলা বসে বেসে!
পথশিশু কাঁদে গাছের তলায় বসে,
কেউ দেয় না খাবার তারে একটু ভালোবেসে,
পথশিশুর কান্না শুনে গাছের মায়া হয়,
গাছ থেকে একটি ফল শিশুর কাছে পড়ে রয়!
স্বর্গে বসে তার মনে হয়,
পৃথিবী নরক ছাড়া কিছু নয়!
স্বর্গের অনাবিল সুখ পাবার পরে,
ফিরতে চায় না আর সে ঘরে!
পথশিশু কাঁদে গাছের তলায় বসে,
কেউ দেয় না খাবার তারে একটু ভালোবেসে,
পথশিশুর কান্না শুনে গাছের মায়া হয়,
গাছ থেকে একটি ফল শিশুর কাছে পড়ে রয়!