চিরতরে যাবার আগে,
কিছু করে যাও,
মানুষের কল্যাণে,
হাত বাড়িয়ে দাও!
করো না আর গল্প,
সময় বড় অল্প!
যেটুকু সময় আছে হাতে,
সেটুকুই কাজে লাগাও,
ধন সম্পদ যাবে না সাথে,
এ কথা জেনে নাও!
কিছু করে যাও,
মানুষের কল্যাণে,
হাত বাড়িয়ে দাও!
করো না আর গল্প,
সময় বড় অল্প!
কর্মে রবে বেঁচে তুমি,
বয়সে নয় ভাই,
কর্ম করে হও অমর তুমি,
বারবার বলে যাই!
কিছু করে যাও,
মানুষের কল্যাণে,
হাত বাড়িয়ে দাও!
করো না আর গল্প,
সময় বড় অল্প!