দার্শনিক চিন্তাভাবনা

মাঝে মাঝে কবি ব্লেইকের মত ভাবি,


শিল্পায়ন কোনও শয়তান দ্বারা প্ররোচিত,


কর্মকাণ্ড হয়তো বা!


আবার উল্টোটাও ভাবি স্বপ্নদর্শীর মত!


 

একবার শিল্পায়নের পক্ষ নেই,


মুহূর্তেই আবার বিপক্ষে যায় মন,


এ এক অদ্ভুত খেলা যেন,


চন্দ্র আর সূর্যের লুকোচুরির মতন!


 

বিজ্ঞান ও উন্নতির পক্ষ নিলে,

 

অনিচ্ছা সত্ত্বেও প্রকৃতির বিপক্ষে যেতে হয় চলে!