কতবার ভালোবাসি বললে তুমি আমার হবে?
কতবার চিঠি লিখলে তোমার হৃদয় ছোঁবে?
কতবার কাঁদলে তোমার বিশ্বাস হবে?
কতবার আমায় কষ্ট দিলে তুমি শান্তি পাবে?
কষ্টে জর্জরিত এ জীবন,
লাগে শূন্য তোমার কারণ,
একবার যদি আমার হতে,
হাসতো জীবন মুহূর্তে!
কতবার ভালোবাসি বললে তুমি আমার হবে?
কতবার চিঠি লিখলে তোমার হৃদয় ছোঁবে?
কতবার কাঁদলে তোমার বিশ্বাস হবে?
কতবার আমায় কষ্ট দিলে তুমি শান্তি পাবে?
হয়তো তোমার মনে নেই প্রেম,
হয়তো তোমার কাছে প্রেম মানে গেম,
আমার কাছে প্রেম স্বর্গীয়,
শুধু এ কথাটি জেনে নিও,
কতবার ভালোবাসি বললে তুমি আমার হবে?
কতবার চিঠি লিখলে তোমার হৃদয় ছোঁবে?
কতবার কাঁদলে তোমার বিশ্বাস হবে?
কতবার আমায় কষ্ট দিলে তুমি শান্তি পাবে?