কবে পাবো তোমার মন?
প্লিজ লক্ষ্মী বলো না এখন!
কবে যাবে আমার সাথে,
কফি শপে কফি খেতে?
লাগে সবই বিষাদ শূন্য!
জীবন আমার করো পূর্ণ!
মনের রানি করে,
রাখবো মনের ঘরে,
দেবো সোহাগ ভালোবাসা,
করবো পূরণ সকল আশা,
লাগে সবই বিষাদ শূন্য!
জীবন আমার করো পূর্ণ!
তোমায় পেলে জীবনে আমার,
নেই সাধ স্বর্গ পাবার!
তোমার পরশে হবো ধন্য,
দেবো জীবন তোমার জন্য,
লাগে সবই বিষাদ শূন্য!
জীবন আমার করো পূর্ণ!